JU Student Death Case: যাদবপুরে সিসিটিভি বসানো ঘিরে জারি তরজা, 'দেখছি-দেখবো' বক্তব্যেই কর্তৃপক্ষ - রেজিস্ট্রার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সব মহল ৷ ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউজিসি ৷ এরপরই ক্যাম্পাস এবং হস্টেলে সিসিটিভি লাগানোর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, সিসিটিভি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার এক্সিকিউটিভ কাউন্সিলের। তবে এখন সেটা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তিনি ৷ রেজিস্ট্রারের দাবি, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যও নেই। তিনি বলেন, "তাই আমরাই সিদ্ধান্ত গ্রহণ করেছি বিশ্ববিদ্যালয়ের হস্টেল ও ক্যাম্পাসের বিভিন্ন গেটে সিসিটিভি বসানো হবে। ইতিমধ্যেই সিসিটিভির জন্য বেসরকারি কোম্পানিগুলোকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরিদর্শন করবেন এবং কোথায় লাগানো যায়, কতগুলি লাগানো যায়, তা সম্পূর্ণ জানার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।" যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, এর আগে তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে বেশ কিছু জায়গায় সিসিটিভি বসানো হয়েছে ৷ তাঁর দাবি, শিক্ষক সংগঠনের তরফেই টিচার্স রুমে সিসিটিভি লাগানো হয়েছে ৷ এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও সাহায্য করেনি বলেও জানান তিনি ৷ অন্যদিকে, ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে ছাত্র সংগঠন আইসার নেত্রী সায়নী সাহা জানান, যেহেতু যাদবপুর আবাসিক বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে পড়ুয়াদের পাশাপাশি সকলের নিরাপত্তার জন্যই সিসিটিভি বসানো উচিৎ ৷