Food Poisoning: কালীপুজোর প্রসাদ খেয়ে রায়গঞ্জে অসুস্থ 25 - কালীপুজো
কালীপুজোর (Kali Puja 2022) প্রসাদ খেয়ে অসুস্থ 25 ৷ অসুস্থদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও কয়েকটি শিশুও রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) থানার কাশিবাটি এলাকায় ৷ অসুস্থদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেখানে চিকিৎসাধীন সকলের অবস্থাই স্থিতিশীল ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্য নগেন বর্মন জানিয়েছেন, এই এলাকারই বাসিন্দা বাপি সাহার বাড়িতে কালীপুজো ছিল ৷ সেখানে বহু মানুষ নিমন্ত্রিত ছিলেন ৷ পুজোর প্রসাদ এবং খিচুড়ি ভোগ খেয়ে অভ্যাগতরা অসুস্থ হয়ে পড়েন ৷ সকলের মধ্যেই ডায়রিয়ার লক্ষণ দেখা যায় ৷ দ্রুত তাঁদের হাসপাতেল ভর্তি করা হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST