Usha Sings For Sourav: জীবনের বাইশ গজে মহারাজের হাফ-সেঞ্চুরি, ঊষার কণ্ঠে আশার উপহার 'দাদা উই লাভ ইউ' - Asha Audio composed a song for sourav
বছরের শুরুতেই মঙ্গলবার আশা অডিয়ো থেকে প্রকাশিত হল পপ কুইন ঊষা উথ্থুপের গাওয়া দুটি গান- 'আফ্রিকা আফ্রিকা' এবং 'দাদা উই লাভ ইউ'(Usha Uthup Sings for Sourav Ganguly)। বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় 8 জুলাই 2022-এ পা রেখেছেন 50-এ । তাই তাঁকে এই গান উপহার দিল আশা অডিয়ো (Asha Audio Gifted a Song for Sourav Ganguly)। গানটি ঊষা দিদি ছাড়া কেউ গাইতেই পারতেন না বলে জানালেন মহারাজ । গানটি লিখেছেন কেতন সেনগুপ্ত ও সুর দিয়েছেন টুবাই রায় । 'আফ্রিকা আফ্রিকা' গানটিও মুক্তি পেল একইদিনে । বন্য জীবনযাত্রার চালচিত্র উঠে এসেছে এই মিউজিক ভিডিয়োতে । এই গান এবং ভিডিওর ভাবনায় কেতন সেনগুপ্ত । সুর দিয়েছেন শিলাদিত্য-সোম ।মঙ্গলবার দুটি গানের শুভমুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় সাউথ সিটি মলে । হাজির ছিলেন ঊষা উত্থুপ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় । গান দুটি এদিন লাইভ গেয়ে শোনান ঊষা উত্থুপ । করতালিতে ফেটে পড়ে দক্ষিণ কলকাতার ব্যস্ততম এই মল ৷ দাদাকে দেখে এদিন উল্লাসে ফেটে পড়ে জনতা । কোণ কোণ থেকে ভেসে আসে "দাদা উই লাভ ইউ, দাদা উই লাভ ইউ"(Dada We Love You)ধ্বনি । দাদার ঠোঁটের কোণেও এদিন দেখা গেল স্বভাবজাত মুচকি হাসি ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST