পশ্চিমবঙ্গ

west bengal

আসানসোলে 70 ফুটেরও বেশি দীর্ঘ দুর্গাপ্রতিমা

ETV Bharat / videos

Durga Puja 2023: দেশপ্রিয় পার্কের আদলে এবার আসানসোলেও বড় দুর্গা, উচ্চতা 70 ফুটেরও বেশি - আসানসোল

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 2:12 PM IST

উচ্চতা 70 ফুটেরও বেশি ৷ মাথা উঁচু করে উপরে দেখতে হবে দেবীর প্রতিমা । এমনই বড় দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছে আসানসোলের আপার চেলিডাঙা অ্যাথলেটিক ক্লাব ৷ 58তম পুজোর এই বর্ষে তাদের থিম 'এবার একটু বড় করে ভাবা যাক' ৷ আসানসোলের সালানপুরের থিম শিল্পী তাপস হাজরা এই বিরাট দুর্গার আদলে মণ্ডপ তৈরি করেছেন ৷ মণ্ডপের ভিতরে দুর্গা প্রতিমা অবশ্য তৈরি করেছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী ৷

প্রতি বছরই দুর্গাপুজোয় নজর কাড়ে আসানসোলের নিউ আপার চেলিডাঙা অ্যাথলেটিক ক্লাবের সর্বজনীন দুর্গাপুজো ৷ এবছর এই পুজো 58তম বর্ষে পদার্পণ করল ৷ ক্লাবের সাধারণ সম্পাদক উৎপল রায়চৌধুরী বলেন, "দেশপ্রিয় পার্কের পুজো দেখে ভালো লেগেছিল ৷ সেই কারণেই আমাদের এই ভাবনা ৷ আসানসোল শহরে প্রথমবার এই ধরনের পুজো হচ্ছে ৷ আমরা স্থানীয় শিল্পীদের দিয়ে এই সুবিশাল দুর্গা প্রতিমার আদলে মণ্ডপ তৈরি করিয়েছি ৷ ভিতরে অবশ্য আরেকটি প্রতিমা রয়েছে, সেটিই পুজো হবে ৷"

পুজো ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে আসানসোলে ৷ এই পুজো দেখতে এসে যাতে যানজট তৈরি না-হয়, সেই কারণে একটি বিশেষ রাস্তাও নির্মাণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে ৷ তৃতীয়াতেই এই পুজোর উদ্বোধন করেছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সোমাত্মানন্দজি মহারাজ ৷

ABOUT THE AUTHOR

...view details