Abhishek Banerjee Birthday: অভিষেকের জন্মদিনে ভাটপাড়ায় বস্ত্রদান অর্জুন-চন্দ্রিমার - Abhishek Banerjee birthday
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সোমবার ভাটপাড়ায় বস্ত্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় (Arjun Singh and Chandrima Bhattacahrya Clothes Donation at Bhatpara on Abhishek Banerjee Birthday)৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সুবোধ অধিকারী-সহ অন্যান্যরা ৷ উত্তর 24 পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে ভাটপাড়ার কাছারি রোড মোড়ে কেক কেটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয়(Abhishek Banerjee Birthday)৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST
TAGGED:
Abhishek Banerjee birthday