World Cup Fever: মেসির হাতেই উঠুক বিশ্বকাপ, ঘাটালে পুজো ভক্তদের - বিশ্বকাপ ফাইনালের আগেই মেসির সমর্থনে পুজো
মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার লক্ষ্যে রবিবার বিশেষ পুজো পাঠের আয়োজন করল ঘাটাল অগ্রণী ক্লাব(Argentina Lovers Praying for Messi before World Cup Final)৷ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে চলেছেন মেসি ৷ তাই আর্জেন্তিনার জয়ে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান তাঁর ভক্তরা (World Cup Fever)। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গাতেই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে বিশ্বকাপ দেখার জন্য । মেসির হাতে ট্রফি দেখার জন্য ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের মাঠে এই বিশেষ পুজোর আয়োজন বলে জানান ক্লাব সদস্যরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST