পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Argentina Fan: বিশ্বকাপ জয় ও বড়দিন! দু'য়ের আনন্দ নিতে মাতলেন আর্জেন্তিনার ফ্যানেরা - বড়দিনে সান্টাক্লজ

By

Published : Dec 24, 2022, 10:03 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

বিশ্বকাপ জয়ের ছ'দিনের মাথায় বড়দিনকে লক্ষ্য করে কলকাতার রাজপথে নামল নীল-সাদা জার্সির ঢল। একদিকে বড়দিন অর্থাৎ বছর শেষের আনন্দ ৷ অন্যদিকে মেসির হাতে বিশ্বকাপ ৷ এই দু'য়ের আনন্দ মেতে উঠেছেন আর্জেন্তিনার ফ্যানেরা (Argentina Fan)। বড়দিনের প্রাক্কালেই কলকাতার রাজপথে দেখা মিলল সেই ছবি। সান্টাক্লজের টুপি পড়ে আর্জেন্তিনার জয়ের ধ্বনি দিয়ে বিশ্বকাপের গানে মজলেন তাঁরা (Argentina Fans Celebration Berfore Christmas) । বড়দিনে সান্টাক্লজের থেকে এই সমর্থকদের চাহিদা ছিল বিশ্বকাপ পাক মেসি ৷ আর তা এখন মেসির হাতে ৷ এতেই তাঁদের আনন্দ ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details