গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড - West Bengal
Published : Jan 14, 2024, 9:47 PM IST
Security in Gangasagar: চলছে পুণ্যের ডুব ৷ রবিবার রাত 12টা 13মিনিট থেকে সোমবার রাত 12 টা 13 মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্য স্নানে তিথি ৷ সূত্রের খবর, শনিবার দুপুর 12টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 45 লক্ষ পুণ্যার্থী এসেছেন ৷ তীর্থযাত্রীদের জন্য উন্নত যাত্রীনিবাস-সহ 22 টি জেটি, 250 টি বাস, 6টি বার্জ ও 100টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন 14 হাজার পুলিশ কর্মী ৷
বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত আছে 1 হাজার 150 টি সিসিটিভি ৷ এছাড়া 43 টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখছে 18 টি অ্যান্টি ক্রাইম টিম ৷ পুণ্যার্থীদের সুরক্ষায় তৈরি হয়েছে 11 টি ফায়ার স্টেশন, নিয়োজিত 353 জন কর্মী ৷ খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম ৷
গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের নিরপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ৷ রাজ্য পুলিশের 6 জন ডিআইজি পদমর্যাদার অফিসার মোতায়েন করা হয়েছে ৷ মেলাতে এর পাশাপাশি 13 জন পুলিশ সুপার 117 জন ডিএসপি ও 24 জন অতিরিক্ত পুলিশ সুপার গঙ্গাসাগরে রয়েছেন ৷ রয়েছে দু'টি বোম্ব স্কোয়াড, দু'টি পুলিশ কুকুর, অ্যান্টি টেরারিস্ট স্কোয়াড ৷