HS Answer Sheet Found: কোচবিহারে রাস্তায় পড়ে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র - কোচবিহারে রাস্তায় পড়ে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র
রাস্তায় পড়ে রয়েছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার চাঞ্চল্য ছড়াল কোচবিহার খোকসাডাঙা থানার অন্তর্গত বটতলা এলাকায় ৷ শুক্রবার রাতে স্বপন বর্মন নামে এক স্থানীয় যুবক প্রথম পলাশবাড়ি এলাকায় 5 টি প্যাকেট কুড়িয়ে পান ৷ এরপর প্যাকেটগুলি খুলতেই তিনি দেখেন তার মধ্যে উচ্চমাধ্যমিকের খাতা রয়েছে ৷ তড়িঘড়ি সেগুলি বাড়িতে নিয়ে যান ওই যুবক ৷ পরের দিনই সেই প্যাকেটগুলি থানায় জমা দিতে যাওয়ার পথে কোনওভাবে তিনি ব্যাগটি হারিয়ে ফেলেন । পরবর্তীতে শনিবার সকালে দুলাল বর্মন নামে এক পার্শ্বশিক্ষক খাতাগুলি পেয়ে তা কোচবিহার জেলা শিক্ষা সংসদের হাতে তুলে দেন ৷ জানা গিয়েছে উদ্ধার হওয়া খাতাগুলি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের ৷ তবে কীভাবে এই খাতাগুলি রাস্তার মধ্যে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এই বিষয়ে পুলিশ বা জেলা শিক্ষা সংসদের তরফ থেকে নির্দিষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি ৷ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ খাতাগুলি খুঁজে না পাওয়া গেলে ওই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী হত সেই ভেবেই চিন্তায় জেলাবাসী ৷
TAGGED:
Answer Sheet Found