পশ্চিমবঙ্গ

west bengal

পথ দুর্ঘটনা

ETV Bharat / videos

Horrific Road Accident: পন্তের দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে রুরকির সেই হাইওয়েতে ডিগবাজি খেল গাড়ি - Social Media

By

Published : Mar 16, 2023, 9:03 PM IST

উত্তরাখণ্ডের রুরকির যে হাইওয়েতে ভয়ানক পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্ত (Rishabh Pant), সেই হাইওয়ে বুধবার বিকেলে ফের সাক্ষী থাকল আরেকটি ভয়ংকর পথ দুর্ঘটনার ৷ যে দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ৷ সেখানে দেখা যাচ্ছে একটি চারচাকা গাড়ি উলটে গিয়ে পড়ছে দু'টি বাইকের উপর ৷ এই পথ দুর্ঘটনার ভিডিয়ো দেখলে যে কেউই চমকে (Horrific Road Accident) যেতে বাধ্য ৷ দুর্ঘটনার সিসিটিভির ফুটেজে (CCTV Footage) দেখা যাচ্ছে একটি কালো রঙের চারচাকা গাড়ি দ্রুত গতিতে আসছে। গাড়িটি প্রথমে ট্রাক্টর ও ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এরপর সাইডে থাকা রেলিং ভেঙে গাড়িটি উলটে গিয়ে পড়ে দু'টি বাইকের উপর ৷ গাড়িটির পিছনে ছিল হরিয়ানা রোডওয়েজের একটি বাস ৷ ভাগ্য ভালো চারচাকা গাড়িটির সঙ্গে বাসটির কোনও সংঘর্ষ হয়নি ৷ রুরকির এই পথ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা সকলেই নয়ডার বাসিন্দা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, 30 ডিসেম্বর এখানেই ঋষভ পন্তের পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ যার কারণে তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন ৷ যদিও বৃহস্পতিবার সকালে সুইমিং পুলে সময় কাটানোর দৃশ্য সোশাল মিডিয়ার শেয়ার করেছেন তরুণ স্টাম্পার-ব্যাটার ৷ 

ABOUT THE AUTHOR

...view details