GTA Board: জিটিএ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন অনিত থাপা - জিটএ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন অনিত থাপা
জিটিএ'র দ্বিতীয়বারের বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসাবে বৃহস্পতিবার শপথ নিলেন অনিত থাপা(Anit Thapa takes oath as Chief Executive Officer of GTA Board)। এর আগে জিটএ'র প্রশাসক বোর্ডে প্রথম ভাইস চেয়ারম্যান ও পরে চেয়ারম্যান হিসাবে মনোনিত করা হয়েছিল অনিত থাপাকে । এদিন সকালে প্রথমে জিটিএ নির্বাচনের প্রথম ভোট সভা অনুষ্ঠিত হয় দার্জিলিঙের গোর্খা রঙ্গমঞ্চে । প্রথম ভোট সভা পরিচালনা করেন সভাসদ সঞ্চবীর সুব্বা । প্রথমে চেয়ারম্যানের পদে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন আঞ্জুল চৌহান । ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রাজেশ চৌহান এবং জিটিএ'র চিফ এক্সিকিউটিভ বা মুখ্য কার্যনির্বাহী পদে নির্বাচিত হলেন অনিত থাপা । এরপর তাঁদের ভানুভবনে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড় ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST