Anirban Slams Anubrata : অনুব্রতর জন্য ভোট পরবর্তী হিংসায় গ্রামছাড়ারা আজও ক্ষতিপূরণ পায়নি, অভিযোগ বিজেপি'র - অভিযোগ বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের
অনুব্রত মণ্ডলের (TMC leader Anubrata Mandal)জন্য গ্রামছাড়া পরিবারগুলি আজও ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly Slams Anubrata Mandal on post poll violence) ৷ এদিন বোলপুরে এই অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নীতি নির্ণায়ক কমিটির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "অনুব্রত মণ্ডল যদি নির্দোষ হন, তাহলে কেনও সিবিআইয়ের হাজিরা এড়িয়ে যাচ্ছেন । সিবিআই তদন্ত আদালতের নির্দেশে হচ্ছে ৷ তাই অনুব্রতর হাজিরা না দেওয়া, আদালতকেও অবমাননা করা ৷" তিনি আরও বলেন, "অনুব্রত মণ্ডলের জন্য ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আজও যারা গ্রামছাড়া, তারা কি ক্ষতিপূরণ পেয়েছে । মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী আদালত গ্রামছাড়াদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ৷ আজও কেউ ক্ষতিপূরণ পায়নি ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Anirban Slams Anubrata