পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant in Siliguri: শিলিগুড়িতে লোকালয়ে গজরাজ, বৈকুণ্ঠপুরে জঙ্গলে হাতির পালের উপর নজর - Siliguri elephant enter news

By

Published : Jan 15, 2023, 12:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ফের লোকালয়ে গজরাজ ৷ রবিবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম 2 অঞ্চলের চয়নপাড়ায় ঢুকে পড়ে এক দাঁতাল ৷ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতিটি ইস্টার্ন বাইপাসের মূল রাস্তা পার করে রসদের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে ৷ পাড়ায় বেশ কয়েকটি অলিগলি ঘুরে হাতিটি ফের জঙ্গলে ফিরে যায় বলে জানা গিয়েছে ৷ এর আগেও বৈকুণ্ঠপুরে জঙ্গল থেকে একাধিকবার লোকালয়ে হাতির ঢোকার ঘটনা ঘটেছে (An elephant entered into locality in Siliguri) ৷ দাঁতালটি লোকালয়ে ঢুকতেই মোবাইলে তা ক্যামেরাবন্দি করেছে স্থানীয়রা ৷ এলাকাবাসী শ্যামকুমার বলেন, "ভোররাতে আচমকা কুকুর চিৎকার কর‍তে শুরু করে ৷ তা শুনে বাইরে বেরিয়ে আসি ৷ দেখি গলি দিয়ে একটি হাতি বেরিয়ে যাচ্ছে ৷ এর আগে কোনও দিন এলাকায় হাতি ঢুকতে দেখিনি ৷ এই প্রথম ৷" শনিবার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে ছোট ফাপড়ি এলাকায় একটি দাঁতাল ঢুকে পড়েছিল ৷ চব্বিশ ঘণ্টার মধ্যে লোকালয়ে হাতি প্রবেশ করায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷" বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডিএফও হরে কৃষ্ণা বলেন, "বৈকুণ্ঠপুর জঙ্গলে হাতির পালের উপর নজর রাখতে বলা হয়েছে বনকর্মীদের ৷"

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details