পশ্চিমবঙ্গ

west bengal

সম্প্রীতির নজির নন্দীগ্রামে

ETV Bharat / videos

Panchayat Elections 2023: 'সবাই হাসিমুখে ভোট দিক', নন্দীগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল-বিজেপি - রুম্পা দাস

By

Published : Jul 8, 2023, 11:03 AM IST

Updated : Jul 8, 2023, 1:15 PM IST

আজ পঞ্চায়েত নিবার্চন ৷ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকা ৷ খুন থেকে শুরু করে বুথ দখলের খবরে সরগরম রাজ্য রাজনীতি ৷ তবে হিংসা ও হানাহানির মাঝেই রাজনৈতিক সৌজন্যের অসামান্য নজির দেখা গেল নন্দীগ্রামে ৷ যেখানে সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল ও বিজেপির দুই মহিলা প্রার্থী হাতে হাত রেখে ভোট কেন্দ্রের সামনে রয়েছেন ৷ 

এই দৃশ্য ধরা পড়েছে নন্দীগ্রাম 1 ব্লকের নন্দনায়েকবাড় 77 নম্বর বুথে । সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন রুম্পা দাস ৷ তৃণমূল থেকে দাঁড়িয়েছেন রেবা মাইতি সামুই ৷ দুই প্রার্থীই ভোট কেন্দ্রের বাইরে সকলকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছেন ৷ তাঁরা জানান, অসাম্যের রাজনীতি চাই না । ভোটে জেতা হারার থেকে মানুষের সঙ্গে সম্পর্কটাই আসল কথা । 

তৃণমূল প্রার্থী রেবা মাইতি সামুইয়ের কথায়, আমরা দুজনে বন্ধু ৷ আজ ভোট রয়েছে কাল নেই ৷ তারপর আমরা দুই বোনের মতো চলব ৷ আমাদের মধ্যে কোনও হিংসা নেই ৷ জেতা হারা ভাগ্যের ব্যাপার ৷ জনগণ যাকে চাইবে জেতাবে ৷ আমাদের বুথ শান্তিপূর্ণ ৷ সবাই হাসিমুখে ভোট দিয়ে গেলেই হল ৷ একই কথা শোনা গেল বিজেপি প্রার্থীর কণ্ঠেও ৷  

Last Updated : Jul 8, 2023, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details