Kartik Larai: কার্তিক লড়াইয়ের প্রস্তুতিতে রাস্তায় আলপনা - মুর্শিদাবাদে কার্তিক লড়াই
কার্তিক পুজো(Kartik Larai)উপলক্ষে সাজছে মুর্শিদাবাদের বেলডাঙা শহর ৷ স্থানীয় বেশ কয়েকজন তরুণ-তরুণী মিলে আলপনা দিয়ে সাজাচ্ছে রাস্তা(Alpana Designed on Road for Kartik Puja)। তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেলডাঙা পৌরসভা ও বাজার কমিটি ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST