Kali Puja Subscription: 10 হাজার টাকা চাঁদা, দিতে না পারায় নার্সারির ঘর পোড়ানোর অভিযোগ ক্লাবের বিরুদ্ধে - Alleged burning of nursery for non subscription
কালীপুজোর চাঁদা দিতে হবে 10 হাজার টাকা(Kali Puja Subscription)। 2 হাজার টাকা দেওয়ায় খুশি নয় ক্লাব ৷ যার জেরে পাড়াতেই নার্সারির ঘর পুড়িয়ে দেওয়া ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠল(Alleged burning of nursery for non subscription of 10000 rupees during Kali Puja)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজারহাট থানা এলাকার দক্ষিণ নয়াবাদ এলাকায় । 'আমরা সবাই' নামে স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে এমনই অভিযোগ নার্সারি কর্তৃপক্ষের । তাঁদের দাবি, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান নার্সারির ঘরে আগুন জ্বলছে । গাছ কেটে দেওয়া হয়েছে । সবমিলিয়ে প্রায় দেড় লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে বলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজারহাট থানার পুলিশ । যদিও এই প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST