National Flag Controversy: দলীয় পতাকার নীচে জাতীয় পতাকা, অবমাননার অভিযোগ সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে - আরামবাগ সিপিআইএম
প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল আরামবাগ সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে (National Flag Controversy on Republic Day)৷ বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আরামবাগের গড়বাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় । এদিন দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকাও উত্তোলন করেন সিপিআইএম নেতা কর্মীরা । অভিযোগ, জাতীয় পতাকার ঊর্ধ্বে তাদের দলীয় পতাকা উত্তোলন করা হয় (Arambagh CPIM)। যদিও এক সিপিআইএম কর্মীর দাবি, তাঁরা বিষয়টি দেখেননি। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব । সকলেই চাইছেন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে দলীয় পতাকা জাতীয় পতাকার নিচে নামানোর ব্যবস্থা করেন ৷ এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন দাস বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জার ৷ দ্রুত এই জাতীয় পতাকা অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন ৷ সারাদেশে যখন আজ সম্মানের সঙ্গে জাতীয় পতাকা তোলা হল সেখানে আরামবাগে কেন এমন হবে ? খুব নিন্দাজনক কাজ এটি ৷" যদিও এই ঘটনা সম্পর্কে এক সিপিএম কর্মীকে জিজ্ঞাসা করে হলে তিনি দেখছি বলে বিষয়টি এড়িয়ে যান ৷