পশ্চিমবঙ্গ

west bengal

বছরের শেষে পিকনিক মুডে কলকাতা

ETV Bharat / videos

পিকনিক মুডে কলকাতা, চিড়িয়াখানা-সায়েন্সসিটিতে উচ্ছ্বাস কচিকাচাদের - চিড়িয়াখানা

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 2:47 PM IST

Alipore Zoo: বছরের শেষদিন আবার শেষ রবিবার ৷ ছুটির আমেজ শহরজুড়ে ৷ পিকনিক মুডে ঘর হতে বাইরে বেরিয়েছে অনেকেই ৷ কারও গন্তব্য আলিপুর চিড়িয়াখানায়, কারও জেল মিউজিয়াম আবার কেউ আবার পরিবার-সহ ভিড় জমিয়েছেন আলিপুর চিড়িয়াখানায় ৷ সাদা বাঘ, চিতাবাঘ, হাতি, জিরাফ, জেব্রা-সহ ও বিভিন্ন ধরনের পাখির খাঁচার বাইরে কচিকাচাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ৷ যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, আশানুরূপ ভিড় হচ্ছে না চিড়িয়াখানাতে। কয়েক বছর আগেও নাকি, এখানে এক লাখের গণ্ডি পেরিয়ে দেড় লাখের ঘরে চলে গিয়েছিল ভিড়। কিন্তু এবছর 24 ডিসেম্বর কিংবা 25 ডিসেম্বরে একদিনে দর্শকের ভিড় 60 থেকে 70 হাজারের গণ্ডির ভিতর রয়ে গিয়েছে। চিড়িয়াখানার পাশাপাশি সায়েন্স সিটি, মিলেনিয়াম পার্ক, ময়দান, বিড়লা তারামন্দল, সেন্ট পলস ক্যাথিড্রাল, বো ব্যারাক, নিউমার্কেট সবজায়গাতেই ভিড়। বছরের শেষ দিন অধিকাংশ মানুষই কাজ, মানসিক চাপ দূরে সরিয়ে আনন্দ উচ্ছ্বাসে দিনটি উপভোগ করতে নেমে পড়েছে রাস্তায়। হালকা শীতের আমেজে আলিপুর চিড়িয়াখানা পশু-পাখিরা ও সায়েন্সসিটির বিজ্ঞান মন কেড়েছে ছোটদের ৷ আনন্দের সঙ্গে কাটানো হচ্ছে বছরের শেষ রবিবার ৷

ABOUT THE AUTHOR

...view details