চলন্ত লরিতে ধাক্কা পডুয়া বোঝাই অটোর, আহত 8 - চলন্ত লরিতে ধাক্কা পডুয়া বোঝাই অটোর
Published : Nov 22, 2023, 7:22 PM IST
8 children were seriously injured: মারাত্মক দুর্ঘটনা । নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরিতে ধাক্কা পডুয়া বোঝাই অটোর ৷ বুধবার বিশাখাপত্তনমের সঙ্গম সারথ থিয়েটার মোড় এলাকায় মার্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার হাড়হিম ছবি ৷ যেখানে দেখা যাচ্ছে, গতিতে আসছে একটি ট্রাক । কয়েক সেকেন্ডের মধ্যে স্কুল-পড়ুয়া বোঝাই অটোর সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। মুহূর্তে উলটে যায় অটোটি। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন বহু মানুষ । আহত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ তবে প্রথামিক চিকিৎসার পর 4 পডুয়াকে ছেড়ে দেওয়া হলেও বাকিরা চিকিৎসাধীন ৷
ঘটনা প্রসঙ্গেই ডিসিপি শ্রীনিবাস রাও বলেন, "সিসিটিভি ফুটেজে দেখে গিয়েছে একটি লরি আসছিল ৷ সে সময়েই পডুয়া বোঝাই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটিকে ধাক্কা মেরে উলটে যায় ৷ তাতেই জখম হয় পড়ুয়ারা ৷ একছাত্রীর অবস্থা আশঙ্কা জনক ৷ " দুর্ঘটনার খবর প্রাকাশ্যে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন পিএম পালেম থানার পুলিশ ৷ পুলিশ যাওয়ার আগেই উদ্ধার কাজ শুরু করেন এলাকাবাসী ৷ তারাই খবর দেন পিএম পালেন থানায় ৷ স্কুল পডুয়াদের বাড়ির লোকদেরও খবর দেওয়া হয়েছে ৷ অটোটিতে বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা ছিল ৷