Agnimitra Paul:'আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ, অনুব্রত ক্রিমিনাল', কটাক্ষ অগ্নিমিত্রার - Agnimitra Paul
আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করা হয় (Agnimitra Paul Comment on Anubrata Mondal) । রানিগঞ্জে এসে অনুব্রত প্রসঙ্গে ইটিভি ভারতের প্রতিনিধিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) জানান, অনুব্রত মণ্ডলের শাস্তি চাই । অনুব্রত দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁকে জেলে দেখতে চাই । তাঁকে যদি বডিগার্ডের মতো করে নিয়ে যেতে হয় দিল্লি তিহার জেলে সেটাও করবেন তাঁরা ৷ দিদিমণি অনুব্রত মণ্ডলকে বলেন বাঘ । পশ্চিমবঙ্গে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ, অনুব্রত মণ্ডল একজন ক্রিমিনাল ৷ এই সব ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST