পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Agnimitra Paul: কাক ভোরে দামোদরে ছটের অর্ঘ্য প্রদান অগ্নিমিত্রার - খিচুড়ি ভোগ বিতরণ করেন অগ্নিমিত্রা

By

Published : Oct 31, 2022, 2:31 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

কাক ভোরে উঠে ছটব্রতীদের সঙ্গে দামোদর নদে ছটের অর্ঘ্য প্রদান করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। সোমবার ভোরবেলায় তিনি পৌঁছে গিয়েছিলেন হীরাপুরের দামোদরঘাটে। সেখানে হাজার হাজার পুণ্যার্থী, ছটব্রতীরা ছটের অর্ঘ্য প্রদান করছিলেন। অগ্নিমিত্রা পলও তাঁদের সঙ্গে যোগ দেন এবং নিজেও ছটপুজোর (Chhath Puja) অর্ঘ্য প্রদান করেন। স্থানীয় ছট কমিটির পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। নিজের হাতে খিচুড়ি ভোগ বিতরণ করেন অগ্নিমিত্রা। এদিন অগ্নিমিত্রা পল জানান, প্রতিবছরই তিনি আসেন এখানে এবং তাঁর খুব ভালো লাগে। তিনি ছটের আচার নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details