পশ্চিমবঙ্গ

west bengal

বিক্ষোভে স্থানীয়রা

ETV Bharat / videos

Birbhum Road Accident: গাড়িয় ধাক্কায় মৃত সাইকেল আরোহী, বিক্ষোভে স্থানীয়রা - গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু

By

Published : May 30, 2023, 3:45 PM IST

গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বীরভূমের গদাধপুর গ্রামে। মৃত সাইকেল আরোহীর নাম নীল কুমার বাগদী। 
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তারাপীঠ থেকে একটি চার চাকা গাড়ি মল্লারপুর-সাঁইথিয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় গদাধরপুর বাজারের কাছে ওই সইকেল আরোহীকে ধাক্কা মারে চার চাকা গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরহীর। এলাকাবাসীদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সইকেল আরোহীকে ধাক্কা মারে। এই ঘটনার পর উত্তেজিত জনতা চার চাকা গাড়িটিকে ভাঙচুর করে উলটে দেয়। মারধর করা হয় চালক-সহ গাড়ির আরোহীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। তাঁদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ওই এলাকার রাস্তা বেহাল। সেই বেহাল রাস্তা সারাই করতে হবে। এই দাবিতে রাস্তায় মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ঘাতক গাড়ি ও চালক-সহ তিনজনকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details