পশ্চিমবঙ্গ

west bengal

এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীদের বিক্ষোভ

ETV Bharat / videos

Job Seekers Agitation: এসএলএসটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনে

By

Published : Jul 18, 2023, 4:33 PM IST

সোমবার আচমকা বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ এসএলএসটি উত্তীর্ণ (নবম-দ্বাদশ) চাকরি প্রার্থীদের। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্টে মেধা তালিকায় সকলকে নিয়োগের দাবি জানিয়ে এসএলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের গেটের সামনে বিক্ষোভ করেন ও ডেপুটেশন জমা দেন। এরপরে পুলিশ এসে তাঁদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরে তিনজনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন জমা দিতে যায়। 

আন্দোলনকারীদের দাবি, গত 850 দিনেরও বেশি সময় ধরে গান্ধিমূর্তির পাদদেশে ধরনা, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। সরকার বারে বারে প্রতিশ্রুতি দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে বৈঠক করেছে, শিক্ষামন্ত্রীও বৈঠক করেছে। প্রতিশ্রুতি নামে তাঁদের সঙ্গে প্রতারণা চলছে। সুপ্রিম কোর্টের আইনি জটিলতা কাটিয়ে সুপার নিউমেরারি পোস্ট নিয়োগের জন্য যে ছাড়পত্র সেটাও তারা করাচ্ছে না ৷ এদিন তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছে সুপার নিউমেরারি পোস্টে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র এনে তাঁদের এই পোস্টে নিয়োগ দেওয়ার জন্য। এই দাবি নিয়ে তাদের আজকের এই বিক্ষোভ। ঘটনায় বিকাশ ভবনের সামনে পুলিশ মোতায়ন রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details