DYFI-SFI Agitation: ডিওয়াইএফআই-এসএফআইয়ের অভিযান ঘিরে ধুন্ধুমার কোচবিহারে - নিয়োগ দুর্নীতি
নিয়োগ দুর্নীতি ইস্যু-সহ বিভিন্ন দাবিতে কোচবিহার জেলাশাসকের দফতরে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের অভিযান ঘিরে উত্তেজনা কোচবিহারে। ধুন্ধুমার বেঁধে যায় জেলাশাসকের দফতরের সামনে। প্রথম দু'টি ব্যারিকেড ভাঙলেও জেলাশাসকের দফতরের তৃতীয় গেটের সামনে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। এরপর পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসএফআইয়ের কোচবিহার জেলা সম্পাদক প্রণয় কার্যী বলেন, "বেকার যুবকদের কাজ দেওয়া, নিয়োগ দুর্নীতি ইস্যুতে দোষীদের গ্রেফতারের দাবি, কর্মসংস্থান-সহ বিভিন্ন ইস্যুতে এদিন জেলাশাসকের দফতরে অভিযান ছিল। পুলিশ আমাদের আটকে দিয়েছে।
তিনি আরও বলেন, "আমাদের কর্মীরা সেই গেট ভাঙতে পারত। কিন্তু করেনি। আগামীতেও আমাদের এই আন্দোলন চলবে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের উজ্জীবিত করতে এই কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র- যুবরা।" উল্লেখ্য, এই কর্মসূচি সফল করতে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকরা আসতে শুরু করেন। কর্মসূচি ঘিরে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। দুপুর দু'টো নাগাদ রাসমেলা মাঠ থেকে ছাত্র যুবদের মিছিল শুরু হয়। এরপর কোচবিহার শহর পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধুন্ধুমার বেঁধে যায়। দু'টো ব্যারিকেড ভেঙে জেলাশাসকের অফিস চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়।