পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ

ETV Bharat / videos

Congress Agitation in Sagardighi: কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ - কংগ্রেস নেতা

By

Published : Feb 18, 2023, 2:00 PM IST

সাগরদিঘির এক যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। যুবনেতাকে গ্রেফতারির প্রতিবাদে পথে নামলেন কংগ্রেস সমর্থকরা। সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা (Agitation by Congress Suppoters)। ঘটনায় উত্তপ্ত সাগরদিঘি। কী কারণে গ্রেফতার তা এখনও স্পষ্ট নয়। আগামী 27 ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন। তার আগেই উত্তপ্ত সাগরদিঘি। চড়ছে উত্তেজনার পারদ। উপনির্বাচনের সম্মুখ সমরে রাজ্যের শাসকদল আর অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস ৷ এদিকে, শনিবার ভোররাতে সাগরদিঘির যুব কংগ্রেস নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করায় উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এদিন ভোরে কংগ্রেস নেতাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ। মিথ্যা মাললায় গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে সকাল থেকেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেল কংগ্রেস সমর্থকরা। খবর পেয়ে সাগরদিঘি যাওয়ার সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সাগরদিঘি বিধানসভায় তিনবারের জয়ী আসন ধরে রাখায় এখন ঘাসফুল শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। এই আসন থেকে প্রয়াত সুব্রত সাহা 2011 সালে প্রথম অধীর গড়ে ঘাসফুল ফুটিয়েছিলেন। তারপর থেকে 2016 ও 2021 সালে সুব্রত সাহাই নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলায় উপনির্বাচন শাসকদলের কাছে অ্যাসিড টেস্টের মতো। 

ABOUT THE AUTHOR

...view details