পশ্চিমবঙ্গ

west bengal

হকার উচ্ছেদ নিয়ে কংগ্রেসের আন্দোলনে উত্তেজনা

ETV Bharat / videos

Agitation in Asansol: হকার উচ্ছেদ নিয়ে কংগ্রেসের আন্দোলনে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

By

Published : May 3, 2023, 7:43 AM IST

আসানসোল শহরজুড়ে হকার উচ্ছেদ করতে নেমেছে পৌরনিগম। জিটি রোডের দু'পাশ থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। আর যার ফলে কয়েক শতাধিক হকার এবং ছোট ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি করছে বিরোধী রাজনৈতিক দলের। কর্মহীন হকারদের পুনর্বাসন দিতে হবে এমনই দাবি তুলে মঙ্গলবার দুপুরে আসানসোল পৌরনিগম অভিযান করল কংগ্রেস। মিছিল করে এসে আসানসোল পৌরনিগমের বাইরে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেস নেতা-কর্মীরা । জোর করে পৌরনিগমের মধ্যে ঢুকতে গেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। 

শেষ পর্যন্ত পুলিশ কংগ্রেস নেতা-কর্মীদের আটকায়। পুলিশ পাঁচজনকে অনুমতি দেয় মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট দাবি করেছেন যে অবিলম্বে কর্মচ্যুত হকারদের পুনর্বাসন দিতে হবে। কংগ্রেসের প্রদেশ কমিটির সম্পাদক প্রসেনজিৎ পুইতণ্ডী জানান, ছোট ছোট ব্যবসা করে যারা খান তাঁদের নির্মাণ ভেঙে দিয়ে কর্মচ্যুত করা হচ্ছে। অথচ শহরের ভেতরে এসবি গরাই রোডে প্রচুর বেআইনি নির্মাণ রয়েছে। যদি পুনর্বাসন না-হয় আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details