Agitation of Job Seekers: বুকে জড়ানো বঞ্চনার পোস্টার! নিয়োগের দাবিতে অভিনব প্রতিবাদ - Agitation Breaks Out Demanding Recruitment
বুকে জড়ানো নিয়োগ বঞ্চনার পোস্টার । হাতে ফুলের স্তবক । নিয়োগের দাবিতে মঙ্গলবার এভাবেই বারাসতের রাজপথে আন্দোলনে নজর কাড়লেন 2015 সালের আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ (Agitation Breaks Out Demanding Recruitment in Upper Primary) । আপার প্রাইমারির সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করার দাবিতে এদিন জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা ৷ আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবি, 2014 সালে আপার প্রাইমারির পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে । 2015 সালে ব্যবস্থা করা হয় সেই পরীক্ষার । 2016 সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সেই তালিকায় নাম ছিল আপার প্রাইমারির আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অধিকাংশরই । অথচ দুর্নীতির কারণে পরবর্তী সময়ে প্যানেলের তালিকা থেকে বাদ চলে যায় প্রকৃত চাকরি প্রার্থীদের নাম । তাঁরা চান, তালিকায় থাকা আগের প্যানেল আপডেট করে দ্রুত নিয়োগ হোক ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST