ED Raid Arpita's Flat: ফের বেলঘরিয়ার আবাসন 'ক্লাব টাউন' তল্লাশি ইডি'র - ফের বেলঘরিয়ার আবাসন ক্লাব টাউন তল্লাশি ইডি র
সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে ক্লাব টাউনে আবার ইডি হানা (ED Raid Arpita Flat) ৷ শনিবার বেলঘরিয়া রথতলা সংলগ্ন ক্লাব টাউন আবাসনে যায় ইডি-র তিন সদস্যের প্রতিনিধি দল ৷ মূলত অর্পিতার ফ্ল্যাটে যে সমস্ত লোকজন আসতেন তাঁদের গতিবিধি কীরকম ছিল, তা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারিক আধিকারীকরা ৷ পাশাপাশি আবাসনের রেজিস্টার খাতাও খতিয়ে দেখেন তাঁরা।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST