Crocodile Fear in Pathar Pratima: রায়দিঘির পর পাথরপ্রতিমার লোকালয়ে ফের কুমির আতঙ্ক - over crocodile at pathar pratima
রায়দিঘির (Raidighi) পর এবার কুমির আতঙ্ক সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকায় । দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর ও বিষ্ণুপুরের ফজুর খালে কুমির দেখতে পায় গ্রামবাসীরা (Crocodile Fear in Pathar Pratima) । কুমির আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে । খবর পাঠানো হয় পাথরপ্রতিমা থানাতে । ঘটনাস্থলে আসে পাথরপ্রতিমা থানার পুলিশ । কুমির ধরার জন্য বনদফতরেও খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছে বনদফতরের আধিকারিকেরা কুমিরের খোঁজ শুরু করেন । বিট অফিসার দেবব্রত প্রমাণিক জানান, কুমিরের হদিশ পেতে 10 থেকে 12টি বোমা ফাটানো হয় ওই খালটিতে । প্রাথমিকভাবে খালে কুমিরের দেখা মেলেনি । মনে করা হচ্ছে যদি কুমির ঢুকেও থাকে জোয়ারের সময় আবার নদীতে ফিরে গিয়েছে (panic over Crocodile) ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST