CCTV Camera for Panchayat Election 2023: নির্বাচনের সময়ের অশান্তি এড়াতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি - সিসিটিভি ক্যামেরায় নজরদারি
দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটতে শুরু করেছে ৷ রাজনৈতিক হিংসায় ইতিমধ্যেই মুর্শিদাবাদে প্রাণ গিয়েছে কংগ্রেস কর্মীর। আরও নানাবিধ অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে রাজ্যের নানা প্রান্তে। রাজনৈতিক মহলের আশংকা ভোট যত এগিয়ে আসবে ততই সন্ত্রাসের ঘটনা বাড়বে।
এমনই আবহে ভাঙড় 2 নম্বর ব্লকে অশান্তি রুখতে নায়া উদ্যোগ প্রশাসনের ৷ এলকায় 50টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রবল অশান্তি হয়েছে ভাঙড় 2 নম্বর ব্লক। শনিবার ভাঙড় 2 নম্বর ব্লকে আইএসএফ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ায় সময় বিদ্যুৎ ঘোষ নামে এক সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতা রাজ্জাক মোল্লার বিরুদ্ধে ।
আরাবুল ঘনিষ্ঠ ওই নেতার মারধরের পরই সরকারি কর্মচারীরা ভীত সন্তস্ত্র হয়ে পড়েন । ভোটের ডিউটি করতে অস্বীকার করেন তাঁরা । এরপরই অবশ্য ব্লক প্রশাসনের আশধিকারিকরা পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়ে ডিউটি করার কথা বলেন । পুলিশকে সতর্ক করার পাশাপাশি ব্লক অফিস চত্বরে নতুন করে 18টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি লাগানো হয় ।