Adhir Slams Mamata মুখ্যমন্ত্রী গরু চোর কাণ্ডের নায়িকা, মমতাকে তুলোধোনা অধীরের
গরু পাচার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury criticises CM Mamata Banerjee on cattle smuggling Issue)৷ মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,"গরু পাচারের সব থেকে বড় নায়িকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত জেলার প্রত্যেক এসপিকে মাসোহারা পাঠাতে হয় মুখ্যমন্ত্রীর কাছে(Adhir Slams Mamata)। যত তদন্ত হবে তত সামনে আসবে গরু পাচারের টাকা কার কার কাছে গিয়েছে । টাকার ভাগ মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে । অনুব্রত মণ্ডলের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে অবজ্ঞা, অস্বীকার করে রাজ্য পুলিশকে এড়িয়ে একলা টাকা কামানোর । আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক এসপিকে মুখ্যমন্ত্রীর কাছে মাসোহারা পাঠাতে হয় । পার্থ, অনুব্রত একা দোষী নয় । তদন্ত যত এগোবে তত সামনে আসবে আর কারা কারা জড়িত । পশ্চিম বাংলা থেকে অসম পর্যন্ত গরু পাচার দীর্ঘদিন ধরে চলছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST