Adhir Ranjan Chowdhury: ডেঙ্গি প্রতিরোধে নিজেই স্প্রে মেশিন তুলে নিলেন অধীর
প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিজের শহরে এবার ডেঙ্গি প্রতিরোধে নামলেন প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী। শনিবার বহরমপুর পুর এলাকায় নিজেই ডেঙ্গি প্রতিরোধে স্প্রে করলেন । অধীর চৌধুরী জানান, সারা রাজ্যে ডেঙ্গু বাড়ছে । প্রশাসন কোন সঠিক তথ্য দিচ্ছে না । প্রতিরোধেরও কোনও ব্যবস্থা নিচ্ছে না । মুর্শিদাবাদ-সহ বহরমপুর শহর জুড়ে ডেঙ্গির বারবাড়ন্ত । ডেঙ্গির প্রকোপে আতঙ্ক ছড়িয়েছে শহরে। বিরোধীদের অভিযোগ নির্বিকার প্রশাসন, পুর-কর্তারা । এবার তাই ডেঙ্গি দমনে ঝাঁপিয়েছে বহরমপুর শহর কংগ্রেস (Adhir Ranjan Chowdhury)।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST