Adhir Supports Arjun on Jute industry : পাট শিল্প নিয়ে বিজেপির অর্জুনকে সমর্থন কংগ্রেসের অধীরের
পাট শিল্পকে বাঁচাতে অর্জুন সিংহের দাবিকে সমর্থন করবেন বলে জানালেন অধীর চৌধুরী (Adhir Chowdhury Supports Arjun Singh on Jute industry issue)। সোমবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে পাট শিল্প নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি বলেন, "মুর্শিদাবাদ তথা বাংলায় পাট চাষের সঙ্গে জড়িত 40 লক্ষ কৃষক । এই শিল্পে রাজ্যে 4 লক্ষ শ্রমিক জড়িত । তাদের স্বার্থে অর্জুন সিংহের দাবিকে আমরা সমর্থন জানাব ৷" তবে অর্জুন সিংহের দলবদলের জল্পনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি । একই সঙ্গে এদিন প্রশান্ত কিশোরের রাজনীতিতে আসা নিয়ে তিনি কটাক্ষ করেন ৷ অধীর চৌধুরী বলেন, "একবার দেখুন রাজনীতিতে কত ধানে কত চাল । পিকে একজন ভোট কুশলী। ভোটের বাজারে পণ্য বিক্রি করত । সে এখন রাজনীতিতে আসতে চাইছে । যে কারও রাজনীতি করার ইচ্ছা থাকতে পারে ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST