পশ্চিমবঙ্গ

west bengal

ABVP Student Agitation: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবিভিপি-র

By

Published : Mar 20, 2023, 11:00 PM IST

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র বিক্ষোভ

গত তিনমাস ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই ৷ শুধু তাই নয়, নেই রেজিস্ট্রার ও ফিন্যান্স অফিসারও ৷ ফলস্বরূপ একপ্রকার অচলাবস্থা সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৷ যে কারণে কর্মীদের বেতন, হোস্টেল আবাসিকদের মেস, গাড়ি পরিষেবা সব বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে রিসার্চ-স্কলারদের রিসার্চ পেপার জমার দেওয়ার ক্রিয়া, বিভিন্ন সেমিস্টারের ফল প্রকাশ ৷ এইসব অচলাবস্থার বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখাল এবিভিপি তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP Students Agitation in North Bengal university) । এই বিদ্য়ার্থী পরিষদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে ৷ এদিকে সোমবার এবিভিপির আন্দোলনকে ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে প্রবেশ করেন এবিভিপির কর্মী সমর্থকরা । শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা । এদিন এবিভিপির সাধারণ সম্পাদক শুভব্রত অধিকারী বলেন, "কোথায় বাস করছি আমরা। এতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে তিনজন গুরুত্বপূর্ণ পদে আধিকারিক নেই। এই অচলাবস্থা চলতে পারে না। দ্রুত উপাচার্য নিয়োগ করতে হবে ।" তাঁর বক্তব্যের রেশ টেনেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা মিঠুন বৈশ্য বলেন, "সত্যিই সমস্যা রয়েছে । এই বিষয়টি শিক্ষা দফতরে জানানো হয়েছে । খুব দ্রুত উপাচার্য নিয়োগ হবে বলে জানানো হয়েছে দফতরের পক্ষ থেকে।"

ABOUT THE AUTHOR

...view details