21st July Preparation: একুশের প্রাক্কালে গীতাঞ্জলি স্টেডিয়ামে অভিষেক, খতিয়ে দেখলেন কর্মীদের জন্য ব্যবস্থাপনা
মাঝে আর একটা দিন, তারপরই আগামী শুক্রবার 21 জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ ৷ তার আগে কলকাতায় তৈরি হওয়া তৃণমূলের আশ্রয় শিবিরগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার বিকেলে তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্যাম্পে যান ৷ মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ আজ রাত থেকেই কর্মী-সমর্থকরা সেখানে আসতে শুরু করবেন ৷ তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থাপনা কেমন হয়েছে, তা খতিয়ে দেখলেন অভিষেক ৷
বিশেষত, বর্ষায় লোকজনের অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ৷ তাই সেখানে মেডিক্যাল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে ৷ সেখানেও সব ব্যবস্থাপনা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গীতাঞ্জলি স্টেডিয়ামে একটি অস্থায়ী শহিদ মঞ্চ তৈরি করা হয়েছে ৷ সেখানে এদিন শ্রদ্ধা জানান অভিষেক ৷ এরপর কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনগুপ্ত সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যান অভিষেক ৷ শুক্রবার মঞ্চ শুধুই তৃণমূলের শহিদ দিবসের শোক পালনে থেমে থাকবে না ৷ 2024 লোকসভা নির্বাচনের দামামা হয়তো একুশের মঞ্চ থেকেই বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের উদযাপন তো রয়েইছে ৷