Abhishek Banerjee: তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সাধু-পূজারীদের সঙ্গে সৌজন্য বিনিময় অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়
বীরভূমে প্রথম দিনের নবজোয়ার কর্মসূচিতে এসেই তারাপীঠ মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুজো দেওয়ার পর মন্দির চত্বরে ভক্ত, সাধু, তান্ত্রিকদের সঙ্গে হাত মেলান তিনি ৷ সৌজন্যে বিনিময়ও করেন ৷ তবে সাংবাদিক প্রশ্নের কোনও উত্তর এদিন দিতে চাননি সাংসদ । মঙ্গলবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচির 15তম দিন 'জনসংযোগ যাত্রায়' ৷ এই কর্মসূচির অংশ হিসাবেই 3 দিনের বীরভূম সফরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রথম দিনেই মুরাইয়ের চাতরা উচ্চবিদ্যালয়ের মাঠে একটি সভায় অংশগ্রহণ করেন ৷ তার পর রোড শো করেন তিনি ৷ পরে তারাপীঠ মন্দিরে পুজো দেন । সঙ্গে ছিল তৃণমূলের জেলা নেতৃত্ব ৷ পুজো দেওয়ার পর প্রশ্ন করা হলে তিনি বলেন, "মন্দির চত্বরে কোনও রাজনৈতিক কথা বলব না ।" 11মে পর্যন্ত অনুব্রতহীন বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ এদিন ছিল তার প্রথম দিন ৷ এর আগে নলহাটিতে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক ৷ আগামিকাল মৌরেশ্বর রোড শো করবেন অভিষেক ৷ তারপর মহম্মদ বাজারে সেচ দফতরের মাঠে সভার আয়োজন করা হয়েছে ৷ সভা শেষে লাদাখ-চিন সীমান্তে মৃত জওয়ান রাজেশ ওরাঙয়ের বাড়িতেও যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক ৷