পশ্চিমবঙ্গ

west bengal

অভিষেক বন্দ্যোপাধ্যায়

ETV Bharat / videos

Abhishek Jono Sanjog Yatra: 'সবাই লিট্টিচোখা খেতে এসেছেন, মঞ্চ কেন ?', জামুড়িয়ায় নবজোয়ারে অভিষেক - Abhishek Jono Sanjog Yatra Jamuria News

By

Published : May 18, 2023, 4:51 PM IST

"মঞ্চ কেন ?" প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধবার পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল জামুড়িয়ায় জনসভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷ বলা ভালো নিউকেন্দা ফুটবল মাঠে লিট্টিচোখা খাওয়ার অনুষ্ঠান ছিল ৷ তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিন্দিতে এদিন বলেন, "হরেরামজিকে বলছিলাম, সবাই এখানে লিট্টিচোখা খেতে এসেছেন ৷ কেউ ভাষণ শুনতে আসেননি ৷ তাই এই মঞ্চের বন্দোবস্ত কেন ?" উল্লেখ্য হরেরাম সিং জামুড়িয়ার বিধায়ক ৷ এদিন সভা শেষে বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা এবং অন্যদের সঙ্গে জমিয়ে লিট্টিচোখা খেতে দেখা যায় অভিষেককে ৷

নবজোয়ার কর্মসূচির এই জনসভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক হরেরাম সিং-সহ অন্যরা ৷ মানুষের ভিড় নিয়ে অভিষেক জানান, তৃণমূলের নবজোয়ার এখন জনজোয়ারে পরিণত হয়েছে ৷ তিনি এলাকার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন ৷ মঞ্চ থেকে তা সমাধানের চেষ্টা করবেন বলে কথা দেন অভিষেক। পাশাপাশি জামুড়িয়া অঞ্চলে একটি দমকল কেন্দ্রের আবেদন জানানো হয় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই দমকল কেন্দ্রের বন্দোবস্ত করে দেবেন ৷ বিধায়ক হরেরাম সিংও তাঁকে জানান, ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে ৷ দমকল কেন্দ্র তৈরির কাজ অনেকটা এগিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details