পশ্চিমবঙ্গ

west bengal

অভিষেকের জনসংযোগ যাত্রা

ETV Bharat / videos

Abhishek Banerjee: অভিষেকের জনসংযোগ যাত্রায় ময়নাগুড়িতে জনপ্লাবন - অভিষেকের জনসংযোগ যাত্রা

By

Published : Apr 29, 2023, 5:20 PM IST

গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রা করতে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি থেকে সড়ক পথে ময়নাগুড়ির ওপর দিয়ে জটিলেশ্বর মন্দিরে যান অভিষেক । যাওয়ার পথে ময়নাগুড়ি সিনেমাহল মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনতার সঙ্গে হাত মেলান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর সেখান থেকে ময়নাগুড়ির বাজার হয়ে নতুন বাজারে রাস্তার দুইধারে দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গেও হাত মেলান তিনি। নতুনবাজার মোড় থেকে বিবেকানন্দ পল্লী পর্যন্ত রাস্তা হেঁটে পরিদর্শন করেন। রাস্তার দুইধারে মানুষ তাঁকে স্বাগত জানান। অভিষেকের সঙ্গে হাত মিলিয়ে খুশি ব্যক্ত করেন স্থানীয়রা। 

সেখান থেকে বিডিও অফিস হয়ে জটিলেশ্বর মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর জটিলেশ্বর মন্দির থেকে ভোটপট্টিতে জনসভায় যোগ দেবেন। সভা সেরে দোমহনী বাজারে আসবেন ও সেখানে হাট পরিদর্শন করবেন। দোমহনী হাট পরিদর্শন করার পর স্বপন রাউতের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সেরে পাহাড়পুরের জনসভায় যোগ দেবেন তৃণমূল সাংসদ। অভিষেকের জন্য ডাল, নিরামিষ তরকারি ও দুই পদের মাছের ঝোল মেনুতে রাখা হয়েছে। সেখান থেকে পান্ডাপাড়ায় যাবেন জনসংযোগের উদ্দেশে। এরপর রাজগঞ্জের সভায় যোগ দেবেন। সেখান থেকে রাতে ডাবগ্রাম-ফুলবাড়িতে রাত্রিযাপন করবেন তৃণমূল নেতা।

ABOUT THE AUTHOR

...view details