পশ্চিমবঙ্গ

west bengal

মহাকাল

ETV Bharat / videos

Mahakaleshwar Temple: শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাকালেশ্বর মন্দিরে সকালের আরতি, দেখুন ভিডিয়ো - মহাকালেশ্বর মন্দির

By

Published : Jul 10, 2023, 10:56 AM IST

বলা হয় শ্রাবণ বাবা মহাদেবের মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ৷ তাই দেশজুড়ে শুরু হয়েছে ভোলে বাবার পুজো। মনে করা হয়, নিষ্ঠাভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করলে তিনি তুষ্ট হন। পাশাপাশি তাঁর আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। এও কথিত আছে এদিন উপবাস করার সঙ্গে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব ৷ ভগবান শিবকে খুশি করার জন্য শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বিভিন্ন জিনিস নিবেদন করে থাকেন ভক্তরা। এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপাতা, ধুতরা ফুল, ভাং, কর্পূর, দুধ, চাল, চন্দন, রুদ্রাক্ষ ও ভস্ম নিবেদন করা হয়। 

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ আরতি করা হয়। সকালেই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা 'ভস্ম আরতি' করেন। যেহেতু পুরো শ্রাবণ মাসটি ভগবান শিবের উপাসনায় নিবেদিত, তাই এই আরতিটি ভক্তকুল থেকে মন্দিরের পুরোহিতদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। আজ সকালে আরতির সেই দৃশ্য মাঝেমাঝেই ভক্ত থেকে উপাসকদের গলায় শোনা যাচ্ছে 'হর হর মহাদেব' এবং 'ভোলেনাথ কি জয়' ধ্বনি। এনিয়ে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্রসৈকতে মহাদেব শিবের ভাস্কর্য বানিয়েছেন ৷ টুইটারে সেই ছবি শেয়ারও করেছেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details