পশ্চিমবঙ্গ

west bengal

মহিষ-গরুর আক্রমণে মৃত্যু পূর্ণবয়স্ক বাঘ

ETV Bharat / videos

Tiger Killed in Buffalo herd attack: মোষের লড়াইয়ে মৃত্যু বাঘের, ভাইরাল ভিডিয়ো - প্রাণ হারাল পূর্ণবয়স্ক বাঘ

By

Published : Jul 22, 2023, 7:52 PM IST

ছোটবেলায় সকলকেই গল্পের আধারে একটা প্রবাদ শেখানো হয়, তা হল একতাই বল ৷ একসঙ্গে থাকলে যে কোনও বিপদে লড়াই করার শক্তি আপনাআপনি চলে আসে ৷ জলজ্যান্ত সেই উদাহরণ ধরা পড়েছে এক ভাইরাল ভিডিয়োতে ৷ মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার এসগাঁও গ্রামের মূল তালুক ৷ সেখানে প্রায় সময়ই বাঘের হানায় আতঙ্কে থাকেন এলাকার মানুষ ৷ আবার গ্রামের ফাঁকা জায়গাতেই স্থানীয়রা যান গরু, মোষ চড়াতে ৷ বৃহস্পতিবার সকালে সেই রকমই মাঠে গরু ও মহিষ চড়াকালীন একটি বাঘ আচমকাই আক্রমণ করে বসে ৷ বাঘ দেখে স্থানীয়রা ভয় পেয়ে দূরে সরে গেলেও, বাঘের মুখোমুখি হয়েছে একদল মোষ ৷ বাঘের আক্রমণে তারা পিছিয়ে না-গিয়ে প্রতি আক্রমণ করে ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বাঘটি মাঝেমধ্যেই মোষের দলটির দেখে তেড়ে যাচ্ছে ৷ তখন একদল প্রাণ বাঁচাতে পালাচ্ছে অন্যদল পিছন থেকে এসে বাঘটিকে আক্রমণ করছে ৷ বেশ কিছুক্ষণ চলতে থাকে এইরকম ৷ বারবার মোষগুলি শিং দিয়ে বাঘটিকে আক্রমণ করতে থাকে ৷ খবর দেওয়া হয় বন দফতরেও ৷ এক আধিকারিক জানিয়েছেন, শিংয়ের আঘাতে বাঘটি গুরুতর জখম হয়েছিল ৷ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চন্দ্রপুরে পশু হাসপাতালে ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বাঘটির ৷ পুরো ভিডিয়োটি এলাকার এক বাসিন্দা ফোনে ক্যাপচার করেন ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details