Child Death: ফোনের ব্যাটারি বিস্ফোরণে মৃত তিন বছরের শিশু - মালদায় মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণে মৃত তিন বছরের শিশু
আবর্জনার মধ্যে পড়ে থাকা মোবাইল ফোনের ব্যাটরি বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর (A three year old child dies in mobile phone battery explosion in Malda)। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রামের ঘোষপাড়ায় । মৃত শিশুর নাম সুরজ মণ্ডল । বয়স মাত্র তিন বছর । দুর্ঘটনাটি ঘটে গতকাল সন্ধেয় । পারিবার সূত্রে জানা গিয়েছে, সুরজ তার মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল । বাড়ি আসার সময় রাস্তার ধারে আবর্জনায় পড়ে থাকা একটি মোবাইল ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ হয় । ব্যাটারির একটি অংশ ছিটকে সুরজের গলায় লাগে । বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাতে সেখানেই মারা যায় সুরজ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Child Death