Bison Attacks in Jalpaiguri: লোকালয়ে বাইসন হানা, আহত 1 - ধূপগুড়িতে বাইসনের হানা
লোকালয়ে বাইসনের হানা ৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ঘুমপাড়ানি গুলিতে কাবু বাইসনটি ৷ খুট্টিমারী জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে বাইসনটিকে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি বাইসন ঢুকে পড়ে ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকায়। গ্রামে দাপিয়ে বেড়ায় বাইসনটি ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড, মরাঘাট রেঞ্জ ও ধূপগুড়ি থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, সোনাখালি জঙ্গল হয়ে বাইসনটি লোকালয়ে চলে এসেছে। প্রথমে ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বাইসনটির ওপর নজর রেখে সেটিকে ধরার চেষ্টা করেন ৷ তা সম্ভব না-হওয়ায় শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে ধরা হয় বাইসনটিকে ৷ এদিকে বাইসনের হানায় আহত জনতা রায় নামে এক যুবক ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন (A Person Was Injured on a Bison Attack) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST