Siliguri Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুটি চালকের, ঘাতক ট্রাকে আগুন স্থানীয়দের - Ambikanagar Siliguri Road Accident
Published : Sep 2, 2023, 10:40 AM IST
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুটি চালকের ৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েতের অম্বিকানগরে ৷ ক্ষোভে ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে অম্বিকানগরের বাসিন্দা অজিত কর্মকার ওরফে তাপস স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ তখন উলটো দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে ৷ তার ফলে তিনি স্কুটি থেকে পড়ে গিয়েছিলেন ৷ এরপরই ট্রাকটি তাঁকে পিষে দেয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসের ৷
এদিকে বাজারের মধ্যে ওই পথ দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে আসে এলাকাবাসী ৷ পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ট্রাক চালক ও খালাসি ৷ ট্রাক চালককে না-পেয়ে স্থানীয়রা ক্ষোভে ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় ৷ মুহূর্তে ট্রাকটি পুড়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ এবং দমকল বিভাগ ৷
দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এলাকায় বসানো হয় পুলিশ পিকেট ৷ পুলিশ তাপসের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ৷ স্থানীয় নিরঞ্জন রায় বলেন,"অম্বিকানগর দিয়ে প্রতিদিন বিপজ্জনকভাবে মালবাহী ট্রাক চলাচল করে ৷ এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে ৷ ফের দুর্ঘটনায় একজনের মৃত্যু হল ৷"