পশ্চিমবঙ্গ

west bengal

শিলিগুড়িতে রামনবমীর মিছিলে সম্প্রীতির বার্তা

ETV Bharat / videos

Ram Navami 2023: রামনবমীতে সম্প্রীতির বার্তা, মিছিলে ফলের রস বিলি শাহনওয়াজদের - A message of Communal harmony in Ram Navami

By

Published : Mar 30, 2023, 7:06 PM IST

বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য। এটাই ভারতের অনন্য নিদর্শন। চলছে পবিত্র রমজান মাস। অন্যদিকে, আজ বৃহস্পতিবার রামনবমী উৎসব। সকাল থেকে শিলিগুড়ির রাজপথে রামনবমীর মিছিলে জনস্রোত । তীব্র গরমকে উপেক্ষা করে একের পর এক রামনবমীর মিছিল শহরে । আর সেখানেই শিলিগুড়ির হাসমি চকে জামা মসজিদের কাছে রামনবমীর মিছিলে আগত মানুষদের জল, ফলের রস এগিয়ে দিতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের। সামাজিক দায়িত্ববোধকে পাথেয় করে তাঁদেরকে দেখা গেল অন্য ধর্মের উৎসবে সামিল হতে। বুকে টেনে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দিলেন দু'ধর্মের মানুষই। শাহনওয়াজ হুসেন বলেন, "ধর্ম নয়, আমাদের কাছে কর্মই বড় । আমাদের পবিত্র রমজান মাস চলছে আর এই সময় এইভাবে আমরাও পুণ্য করলাম। হোক উৎসব হিন্দুদের, আমরা এইভাবেই প্রতিবার সবার সঙ্গে থাকব ।" রামনবমীর মিছিলে হাঁটা যুবক সায়ন ঘোষের কথায়, "এটাই আমাদের ভারত । এখানে বিভেদ নয়, হিন্দু-মুসলমান সম্প্রীতিই মূল মন্ত্র । এটাই যেন সারাজীবন বজায় থাকে ।" বর্তমানে হানাহানি ও হিংসায় ভরে উঠেছে সমাজ ৷ তার মধ্যে এহেন ছবি দেখলে চোখ ও মন দুই'ই শান্তি পায় ৷ সকলেই চান অখণ্ড ভারতে এই বিভেদমুক্ত সমাজ গড়ে উঠুক ৷

ABOUT THE AUTHOR

...view details