Leopard Rescued: শিলিগুড়ি জংশন থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ - বন দফতরের কর্মীরা
শহরের প্রাণকেন্দ্র থেকে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard Has Been Caged from Siliguri)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরজুড়ে। সোমবার ভোররাতে শিলিগুড়ি জংশন এলাকার ডিজেল কলোনি সংলগ্ন জায়গা থেকে ওই চিতাবাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে । চিতাবাঘটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মীরা ৷ প্রাথমিক চিকিৎসার জন্য সেটিকে প্রথমে সুকনা রেঞ্জে ও পরে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সাফারিতে চিকিৎসার পর চিতাবাঘটিকে মহানন্দা অভয়ারণ্য বা কার্শিয়াং বনবিভাগের অধীন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় ওই চিতাবাঘটিকে দেখতে পান স্থানীয়রা। তার ক'দিন বাদেই শিলিগুড়ি জংশন স্টেশনে কর্মরত কর্মীরা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ফের চিতাবাঘটিকে দেখতে পান। বনবিভাগে খবর দিলে সুকনা, বৈকুন্ঠপুর ও বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় চিতাবাঘটির উদ্দেশ্যে তল্লাশি চালায়। কিন্তু চিতাবাঘটি না-মেলায় শুক্রবার ওই এলাকায় খাঁচাপাতা হয়। ভিতরে দেওয়া হয় একটি ছাগল। ছাগলের লোভেই সোমবার ভোররাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। ফলে স্বস্তি ফেরে স্থানীয় থেকে বন আধিকারিকদের। এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে স্থানীয়দের ভিড় উপচে পড়ে। বাঘটির মাথায় হালকা ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। কার্শিয়াং বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরে কৃষ্ণা পিজে জানান, জংশনে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে। সেটিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। চিকিৎসার পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।