Elephants in Locality : জলপাইগুড়িতে লোকালয়ে ঢুকল হাতির দল - Elephants in Locality
সকাল সকাল লোকালয়ে হাজির হল একদল হাতি । ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায় জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ এলাকায় । সোমবার বোদাগঞ্জ জঙ্গল থেকে এক দল হাতি লোকালয়ের দিকে এগিয়ে আসে (A group of elephants entered in locality of Jalpaiguri)। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে । স্থানীয়দের দাবি, খাবারের খোঁজে হাতির দল লোকালয়ে এসে গেছে । প্রায় দিনই এই এলাকায় হাতির দল লোকালয়ে চলে আসে । গ্রামবাসীরা মাঝে মধ্যে হাতির ভয়ে রাত জেগে থাকেন । খবর দেওয়া হয় বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীদের । তারা এসে হাতিগুলোকে তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেয় ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST