পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Firecrackers Seized: হুগলিতে প্রায় 700 কেজি বাজি বাজেয়াপ্ত

By

Published : Oct 22, 2022, 6:50 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

দীপাবলির আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান (Firecrackers Seized) ৷ হুগলি গ্রামীণ ও চন্দননগর কমিশনারেটের একাধিক অভিযান প্রায় 700 কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে (700 KG Firecrackers Seize) ৷ মূলত, পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, যে সব বাজি শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ করে, সেগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বেশ কয়েকজনকে এই অভিযানগুলির সময় গ্রেফতারও করা হয়েছে ৷ শনিবার হুগলির চণ্ডীতলার বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 220 কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে 2 জনকে ৷ ডানকুনি থানা 200 কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে ৷ অন্যদিকে, চন্দননগর কমিশনারেটের একটি অভিযানে 270 কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে ৷ পাশাপাশি 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details