Karate Championship: দেশের হয়ে ক্যারাটেতে সোনা দত্তপুকুরের 5 খেলোয়াড়ের, বাকি পাঁচজনের গলাতেও উঠল পদক
ক্যারাটে প্রতিযোগিতায় দেশের হয়ে সোনা ও রুপোর পদক জিতলেন দত্তপুকুরের 10 জন ক্যারাটে খেলোয়াড় । নেপাল থেকে ফিরলে সোমবার সকালে স্টেশনে তাদের স্বাগত জানাতে দত্তপুকুর স্টেশনে হাজির হন বিশিষ্ট সমাজসেবী অমল কুমার বিষ্ণু ও অচিন্ত্য পাল । কোচ-সহ খেলোয়াড়দের সকলকে সংবর্ধনা দেওয়া হয় ৷
নেপালের কাঠমান্ডুতে টিটি স্টেডিয়ামে 23তম মাউন্ট এভারেস্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল মোট 28টি দেশ ৷ তার মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভূটান, মায়ানমার ও শ্রীলঙ্কা-সহ আরও বেশ কয়েকটি দেশ ছিল ৷ এখানেই ভারতের হয়ে ক্যারাটে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে 24 মে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থেকে 10 জন গিয়েছিলেন । যার মধ্যে 7 জন মেয়ে ও 3 জন ছেলে ।
পশ্চিমবঙ্গ থেকে 30 জন-সহ গোটা ভারতবর্ষ থেকে 107 জন খেলতে গিয়েছিলেন । তার মধ্যে দত্তপুকুরের বাসিন্দারা 5টা স্বর্ণপদক পেয়েছেন । এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচ বছরের নিচে জুনিয়র বিভাগে কুষাণ মাঝি দুটো স্বর্ণপদক পেয়েছে আর একজন 73 বছরের প্রতিযোগী মুক্তি মুখোপাধ্যায় স্বর্ণপদক লাভ করেছেন ৷ ক্যারাটে প্রতিযোগিতায় বিদেশের মাটিতে এত ভালো সাফল্য পেয়ে খুশি সকলেই ৷
তবে এই বিষয়ে কোচ অনিন্দ্য ভট্টাচার্য জানান, খুশির খবর তো বটেই ৷ তবে সরকারি সাহায্য পেলে এই ক্যারাটে খেলোয়াড়রা ভবিষ্যতে আরও ভালো জায়গায় পৌঁছতে পারবে ৷