Diarrhoea Situation in Goghat: গরমের শুরুতেই ডায়রিয়ায় অসুস্থ 40 জন , গোঘাটে উদ্বেগ - ডায়রিয়া
ডায়রিয়ার (Diarrhoea) প্রকোপে প্রায় চল্লিশ জন অসুস্থ গোঘাটের বালিবেলা এলাকায় । তাদের মধ্যে বেশ কয়েকজন গোঘাট স্বাস্থ্য কেন্দ্র ও আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । গ্রামে স্বাস্থ্য পরিষেবায় রয়েছে আশা কর্মীরা । কিন্তু নেই কোনও চিকিৎসক বলে অভিযোগ গ্রামবাসীদের । তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে চিকিৎসা পরিষেবা নিয়ে । একের পর এক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পরে এলাকার মানুষ । তারপরেই খবর পেয়ে এলাকায় যান আশা কর্মী ও গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল । প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ তাঁর উদ্যোগেই পুকুরে চুন ও এলাকায় ছড়ানো হয় ব্লিচিং পাউডার । জানা গিয়েছে, গোঘাটের কুমুড়সা পঞ্চায়েতের বালিবেলা মাঝি পাড়া এলাকায় কয়েকদিন ধরে ডায়রিয়ায় অসুস্থতার সংখ্যা বাড়তে শুরু করে ৷ গ্রামবাসীদের অভিযোগ, একটিমাত্র পানীয় জলের টিউবওয়েল রয়েছে সেখানে । তাই বাধ্য হয়েই তাদের পুকুরের জল ব্যবহার করতে হয় অন্যান্য কাজে । সেখান থেকেই ডায়রিয়ার আক্রান্ত বলে মনে করা হচ্ছে ।