National Youth Day: বেলুড় মঠে সাড়ম্বরে পালিত 39তম জাতীয় যুব দিবস - বেলুড় মঠে পালিত যুব দিবস
প্রতি বছরের মতে এই বছরও বেলুড় মঠে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মোৎসব (Youth Day celebrated at Belur Math) ৷ এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হয় সারা দেশে ৷ 160তম জন্মদিন উপলক্ষ্যে বেলুড় মঠে প্রতি বছরের মত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় (National Youth Day) । সকাল থেকেই স্থানীয় স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজীর ছবি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন । প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে নানা রূপ বক্তব্য, যোগ ব্যায়াম প্রদর্শনী হয় । শনিবার স্বামীজির জন্মতিথি । সারা দিন নানা উৎসব পালিত হবে বেলুড় মঠে ।